মোরেলের উদ্ভাবন – অনুবাদক আনিসুজ জামান
‘মোরেলের উদ্ভাবন‘ উপন্যাসটির মূল লেখক আদলফো বিয়োয় কাসারেস। বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন প্রখ্যাত অনুবাদক ‘আনিসুজ জামান‘।
আদলফো বিয়োয় কাসারেস (১৯১৪-১৯৯৯) আর্জেন্টিনার প্রখ্যাত কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক। ১৯৩২ সালে ভিক্টোরিয়া ওকাম্পোর বাসায় বোর্হেসের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে। আমৃত্যু তাঁরা বন্ধু ছিলেন। দুজনেরই পছন্দের জন্রা ছিল ডিটেকটিভ ফিকশন ও ফ্যান্টাসি। ১৯৪০ সালে প্রকাশিত হয় কাসারেসের সর্বাধিক পঠিত উপন্যাস ‘মোরেলের উদ্ভাবন’। বইটির মুখবন্ধ লেখেন হোর্হে লুই বোর্হেস। বোর্হেসের বোন নোরা বোর্হেস এর প্রচ্ছদ আঁকেন।
স্প্যানিশ সাহিত্যে বৈজ্ঞানিক কল্পকাহিনির কমতির কথা উল্লেখ করে বোর্হেস বলেন, আদলফো বিয়োয় কাসারেসের মাধ্যমে স্প্যানিশ ভাষার সাহিত্যে এই নতুন জন্রার সাহিত্য লেখা শুরু হলো। উপন্যাসটি প্রকাশের পরপরই আলোড়ন তোলে পাঠক মহলে। ওক্তাবিও পাস, হুলিও কোর্তাসার, হুয়ান কার্লোস ওনেত্তি, আলেহো কার্পেন্তিয়ের, গাবরিয়েল গারসিয়া মার্কেসের মতো লাতিন সাহিত্যের প্রখ্যাত লেখকরা এই উপন্যাসের ভূয়সী প্রশংসা করেন। উপন্যাসের প্রটাগনিস্ট একজন পলাতক আসামি। ন্যায়বিচার এড়াতে সে অদ্ভুত রহস্যময় এক দ্বীপে আত্মগোপন করে।
এখানে সবকিছুর পুনরাবৃত্তি ঘটে। দ্বীপে পর্যটকরা আসে এবং ধরা পড়ে যাওয়ার ভয়ে আড়াল থেকে তাদের পর্যবেক্ষণ করে উপন্যাসের নায়ক। হঠাৎ করে পর্যটকরা অদৃশ্য হয়ে যায়। কিন্তু রাতেই আবার পর্যটকদের দেখতে পায় সে। পরে বুঝতে পারে, সে যা দেখছে, যে মানুষগুলো তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তার কিছুই বাস্তব না। তাহলে কি? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পড়তে হবে বিশ্বসাহিত্যের এই মাস্টারপিস।
Specification Of Moreler-Udvabon – মোরেলের উদ্ভাবন Book
Name | মোরেলের উদ্ভাবন |
---|---|
Category | রহস্য, গোয়েন্দা, ভৌতিক, মিথ, থ্রিলার, ও অ্যাডভেঞ্চার: অনুবাদ ও ইংরেজি |
Author | আদলফো বিয়োয় কাসারেস |
Translator | আনিসুজ জামান |
Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
ISBN | 9789849854456 |
No of Page | 92 |
Language | বাংলা |
Publisher | পাঠক সমাবেশ |
Country | বাংলাদেশ |
লেখক পরিচিতি: আদলফো বিয়োয় কাসারেস

আদোলফো বিয়োয় কাসারেস (Adolfo Bioy Casares) একজন প্রখ্যাত আর্জেন্টাইন সাহিত্যিক ছিলেন, যিনি মূলত বিজ্ঞান কল্পকাহিনি, রহস্যগল্প এবং দর্শনভিত্তিক সাহিত্য রচনার জন্য খ্যাতি অর্জন করেন। তিনি ১৫ই সেপ্টেম্বর ১৯১৪ সালে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে জন্মগ্রহণ করেন এবং ৮ই মার্চ ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।
আদোলফো বিয়োয় কাসারেস সবচেয়ে বেশি পরিচিত হোর্হে লুইস বোর্হেস-এর ঘনিষ্ঠ বন্ধু ও সাহিত্যিক সহচর হিসেবে। তারা একসাথে অনেকগুলি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম রচনা করেছেন, যার মধ্যে অন্যতম হলো ছদ্মনামে (Honorio Bustos Domecq) লেখা কিছু রহস্যগল্প।
তার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হলো “La invención de Morel” (দ্য ইনভেনশন অব মোরেল), যা ১৯৪০ সালে প্রকাশিত হয়। এই বইটিকে আধুনিক ল্যাটিন আমেরিকান বিজ্ঞান কল্পকাহিনির ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। জঁ-পল সার্ত্র এবং হোর্হে লুইস বোর্হেস এই বইটির ভূয়সী প্রশংসা করেন। আদোলফো বিয়োয় কাসারেস একজন চিন্তাশীল, কল্পনাশক্তিতে ভরপুর এবং দর্শনপ্রবণ লেখক ছিলেন, যার সাহিত্য আজও আধুনিক পাঠকদের মুগ্ধ করে। তিনি শুধু ল্যাটিন আমেরিকান সাহিত্যের জন্যই নন, বরং বিশ্বসাহিত্যের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ নাম।