আমার ঘর খানায় কে বিরাজ করে – আনিসুজ জামান

আমার ঘর খানায় কে বিরাজ করে – আনিসুজ জামান

 

আমার ঘর খানায় কে বিরাজ করে লিরিক্স – লালনগীতি

আমার এ ঘর খানায় কে বিরাজ করে ৷
আমি জনম ভরে একদিন
দেখলাম না রে ॥

নড়ে চড়ে ঈশান কোণে
দেখতে পাই নে এই নয়নে
হাতের কাছে যার, ভবের হাট বাজার
ধরতে গেলে হাতে পাই নে তারে ॥

সবে বলে প্রাণ- পাখি
শুনে চুপে চোপে থাকি
জল কি হুতাশন, মাটি কি পবন
কেউ বলে না একটা নির্ণয় করে ॥

আপন ঘরের খবর হয় না
বাঞ্চা করি পরকে চেনা
লালন বলে, পর বলতে পরমেশ্বর
সে কিরূপ আমি কিরূপ রে ॥

Details Of Amar Ghor Khanay Ke Biraj Kore

Song: Amar Ghor Khanay Ke Biraj Kore
Lyrics & Tune: Lalon Fokir
Singer: Anisuz Zaman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *